লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে জোর পূর্বক জমি দখল, গাছকাটা ও পুকুর থেকে মাছ ধরে নিয়ে যাওয়ার অভিযোগ খালু ও খালাতো ভাইদের বিরুদ্ধে। লক্ষ্মীপুর পৌরসভার ১২ নং ওয়ার্ড আবিরনগর গ্রামের, শিবার বাড়িতে এমন ঘটনা ঘটে।.
.
.
জানা যায়, মোঃ লিটনের মা মৃত বিবি আয়েশা বেগমের ওয়ারিশ সূত্রে পাওয়া সম্পত্তি বিগত ৭/৮ বছর থেকে ভোগ দখল করে আসছেন। কিন্তু গত কয়েকদিন আগে তারা এই সম্পত্তি অন্য ব্যক্তির কাছে বায়না করে বিক্রি করতে চাইলে তার খালু কাশেম, খালাতো ভাই সহিদ, খালাতো ভাইয়ের ছেলে শুভ জোরপূর্বক জমি দখল, সবজি গাছ কেটে ফেলে ও পুকুর থেকে মাছ ধরে নিয়ে যায়। .
.
ভুক্তভোগী মোঃ লিটন অভিযোগ করে বলেন, এ সম্পত্তি আমি আমার মায়ের ওয়ারিশ সূত্রে পেয়েছি। এটি ৩ বার মাপ দিয়ে আমাদের বুঝিয়ে দেওয়া হয়। আমার মা বিগত ১ বছর পূর্বে মারা যান। এখন এই জায়গা আমরা বিক্রি করতে গেলে আমার খালাতো ভাইয়েরা অনেক কম দাম বলে। পরবর্তীতে আমরা এর চাইতে বেশি মূল্যে বায়না করি। তাদের কাছে জমি বিক্রি না করায়, তারা জমি পাবে বলে গাছ কেটে ফেলে ও পুকুরের মাছ ধরে নিয়ে যায়। আমাকে নানা ভাবে হুমকি দিচ্ছে, জমি যেতে দিচ্ছে না। এই বিষয়ে আমি প্রশাসনের কাছে আমার সম্পত্তি ফিরে পাওয়ার জন্য ন্যায় বিচার চাই। .
.
অভিযুক্ত সহিদ বলেন, এই জমি আমাদের পৈতিক সম্পত্তি, আমি এখানে মাটি দিয়ে ভরাট করে ঘর করবো। এ জন্য গাছ কেটেছি, যদি তারা কাগজে পাওনা হয় তাহলে দিয়ে দিবো।.
.
সাবেক কাউন্সিলর রিয়াজুল ইসলাম রাজু পাটোয়ারী বলেন, তাদের বিরোধটি জটিল নয়। ওয়ারিসি সম্পত্তি ভাগ বন্টনে কিছুটা সমস্যা রয়েছে। এটা বসে সমাধানের বিষয়।. .
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: